অধ্যায় ৫ আঞ্চলিক ভূগোল ভারত: প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ

অধ্যায় ৫
 আঞ্চলিক ভূগোল
 ভারত: - প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ
• একটি বাক্যে উত্তর দাও :- 
1. কেন্দ্রশাসিত ও রাজ্য শাসিত অঞ্চল কয়টি?
- কেন্দ্রশাসিত ৭ এবং রাজ্য শাসিত ২৯ টি অঞ্চল।
2. পৃথিবীর উচ্চতম ও নবীন তম ভঙ্গিল পর্বতের নাম লেখ?
- হিমালয়।
3. তাকে শৈল শহর বলা হয়?
- দার্জিলিং ও গ্যাংটক শহরকে।
4. বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি?
- মাজুলী।
5. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
- গুরু শিখর।
6. পর্বতশ্রেণী ও তাদের সর্বোচ্চ শৃঙ্গের নাম 
- ক) পশ্চিমঘাট পর্বত --- আনাইমুদি।
- খ) নীলগিরি পর্বত --- আনাইমুদি।
- গ) সাতপুরা পর্বত --- ধূপগড়।
- ঘ) পূর্বাঘাট পর্বত --- মহেন্দ্র গিরি।
7. দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়?
- কাবেরী বদ্বীপকে।
8. লবণাক্ত জলাভূমিকে _____ বলে?
- রাণ বলে।
9. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
- শরাবতী নদীর গেরসেপপা জলপ্রপাত।
10. ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়?
- ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে।
11. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়?
- গোদাবরী নদী কে।
12. দক্ষিণ ভারতের পবিত্র নদী কাকে বলা হয়?
- কাবেরী নদীকে।
13. ভারতের হ্রদ গুলি কে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি?
- দুই ভাগে ভাগ করা হয়। যথা - লবণাক্ত জলের হ্রদ। 
- মিষ্টি জলের হ্রদ।
14. কয়েকটি লবণাক্ত জলের হ্রদের নাম লেখ?
- রাজস্থানের সম্বর, পাচপদ্র, দীদওয়ানা ও পুষ্কর।
15. কয়েকটি মিষ্টি জলের হ্রদের নাম লেখ?
- নৈনিতাল, ভীমতাল, সাতকাল, পুনতাল প্রভৃতি।
16. স্থানীয় ভাষায় হ্রদ কে কি বলে?
- তাল বলে।
17. কেরালা উপকূলের হ্রদ গুলি কে কি বলে? উদাহরণ দাও?
- কয়াল বলে। যেমন ভেঙ্গানাদ কয়াল।
18. ভারতের খাল গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি?
- দুই ভাগে ভাগ করা হয়।যথা -  নিত্য খাল এবং প্লাবন খাল।
19. DVC পুরো নাম লিখ?
- দামোদর ভ্যালি কর্পোরেশন।
20. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কোনটি? 
- তামিলনাড়ু।
21. পার্বত্য অঞ্চলে মৃত্তিকা কি নামে পরিচিত? 
- পডজল মৃত্তিকা নামে পরিচিত।
22. মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত?
- সিরোজেম মৃত্তিকা নামে পরিচিত।
23. মৃত্তিকা বিজ্ঞানের জনক কে? 
- ডকুচেফ।
24. কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি?
- রেগুর।
25. কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়?
অথবা
Black cotton soil কী?
- কৃষ্ণ মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়। কারণ এই মৃত্তিকায় প্রচুর পরিমাণে তুলা চাষ হয়।


*** ভারতের কৃষি

1. কয়েকটি খাদ্য ফসলের নাম লেখ?
- ধান, গম, ডাল, মিলেট।
2. দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখ?
- তুলো ও পাঠ।
3. দুটি বাগিচা ফসলের নাম লেখ?
- চা ও কফি।
4. বর্ষার শুরুতে যেসব ফসলের চাষ হয় তাকে বলে?
- খারিফ ফসল।
5. কয়েকটি খারিফ ফসলের নাম লেখ।
- ধান, জোয়ার, বাজরা, আখ প্রভৃতি।
6. শীতকালে সেচের সাহায্যে যেসব ফসলের চাষ হয় তাকে কি বলে?
- রবি ফসল।
7. রবি ফসল কোনগুলি?
- গম, জব, আলু, সরষে প্রভৃতি।
8. গ্রীষ্মকালে যেসব ফসলের চাষ হয় তাকে কি বলে?
- জায়িদ ফসল।
9. দুটি জায়িদ ফসলের উদাহরণ দাও।
- আউস ধান, বাদাম।
10. মিলেট কি?
- জোয়ার, বাজরা, রাগি এই তিনটি ক্ষুদ্র দানা শস্যকে একত্রে মিলেট বলে।
11. জোয়ারের চাষ সবচেয়ে বেশি কোথায় হয়? 
- মহারাষ্ট্রে।
12. পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি চা কোথায় পাওয়া যায়? 
- দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে।
13. ভারতের চা উৎপাদনে ___ প্রথম স্থান অধিকার করেছে।
- অসম।
14. ফসল এবং গবেষণাগারের নাম
- ধান --- ওড়িষার কটক।
- গম --- দিল্লির পুনা।
- আখ---- উত্তরপ্রদেশের লখনৌ।
- চা ----- অসমের জোরহাট।
- কার্পাস ----- মহারাষ্ট্রের নাগপুর।
- কফি ----- তামিলনাড়ুর কোয়েম্বাটুর।


****  ভারতের শিল্প**********

1. কয়েকটি অবিষুদ্ধ কাঁচামালের নাম লেখ?
- কয়লা, আকরিক লোহা, চুনাপাথর, তামা ইত্যাদি।
2. কয়েকটি বিশুদ্ধ কাঁচামালের নাম লেখ।
- কার্পাস, পশম, রেশম।
3. ভারতের রূঢ় কাকে বলা হয়? 
- দুর্গাপুর কে।
4. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
- আমেদাবাদ কে।
5. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
- তামিলনাড়ুর কোয়েম্বাটুর কে।
6. সূর্যোদয়ের শিল্প কোন শিল্পকে বলা হয়?
- পেট্রো রাসায়নিক শিল্পকে।
7. আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলা হয়?
- পেট্রো রাসায়নিক শিল্পকে।
8. কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়?
- গাড়ি নির্মাণ শিল্পকে।
9. কাকে ভারতের ডেট্রয়েট বলা হয়?
- চেন্নাই কে।
10. কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
- বেঙ্গালুরু কে।
11. কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কি কি?
- আখের ছিবড়া, শাবাই খাল।

***** ভারতের জনসংখ্যা*** 
1. স্বাধীনতার পর প্রথম কবে জনগণনা হয়?
- 1951 সালে।
 2. সর্বশেষ জনগননা কবে হয়?
 - ২০১১ সালে।
 3. ভারতের মহানগরের সংখ্যা কত?
- ৫৩ টি।
 4. নগর কী? 
- জনসংখ্যা এক লক্ষের অধিক হলে তাকে নগর বলে।
 5. জনসংখ্যা 10 লক্ষের অধিক হলে তাকে কি বলে? 
- মহানগর বা মেট্রোপলিস।
 6. মেগাসিটি কি? 
- পৌরবাসিত জনসংখ্যা এক কোটির বেশি হলে তাকে মেগাসিটি বলে। যেমন দিল্লি, কলকাতা।
7. জনঘনত্বের সূত্র লেখো? 
- জনঘনত্ব সমান = মোট জনসংখ্যা/ মোট জমির ক্ষেত্রফল।
8. ভারতের প্রথম রেলপথ কবে চালু হয়? 
- ১৮৫৩ সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত।
9. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
- NH-7


 *** সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন 
1. ডেকান ট্রাপ কি?
2. মাল নাদ কী? 
3. কয়াল কি?

*** ভারতের জলসম্পদ***"
1. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে?
2. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখ?

*** ভারতের স্বাভাবিক উদ্ভিদ***
1. সামাজিক বনসৃজন কাকে বলে? 
2. সামাজিক বনসৃজন এর উদ্দেশ্য লেখ?
3. কৃষি বনসৃজন কাকে বলে?
4. কৃষি বনসৃজন এর উদ্দেশ্য লেখ?


**** ভারতের মৃত্তিকা
1. সমোন্নতি রেখা চাষ বলতে কী বোঝো? 
2. জুম চাষ কাকে বলে?
3. ফালি চাষ কাকে বলে?
4. মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ লেখ?


*****ভারতের শিল্প****
1. অবিষিদ্ধ কাঁচামাল কাকে বলে? 
2. বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
3. অপরকে ভারতের রূঢ় বলা হয় কেন?

***** ভারতের জনসংখ্যা*****

1. জনবিস্ফোরণ বলতে কী বোঝো?
2. জনঘনত্ব কাকে বলে? 
3. কাম্য জনসংখ্যা কি?
4. আদমশুমারি কাকে বলে?

****ভারতের জলবায়ু****
1. মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো?
2. এল নিনো ও লা নিনা কী?
3. পশ্চিমী ঝঞ্ঝা কি?


***** ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা***"
1. সোনালী চতুর্ভুজ কি?
2. রাজ্যসড়ক কাকে বলে?
3. জাতীয় সড়ক কাকে বলে?
4. পাইপলাইন কি?

***** ভারতের কৃষি****
1. সবুজ বিপ্লব কি?
2. মিলেট কি?

***** ব্যাখ্যামূলক প্রশ্ন - প্রশ্নমান ৩"****

1. কূপ ও নলকূপের সাহায্যে জলসেচের সুবিধা অসুবিধা লেখ? 
2. করমন্ডল উপকূলের দুবার বৃষ্টিপাত হয় কেন?
3. পলি মৃত্তিকার বৈশিষ্ট্য লেখ?
4. কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখ?
5. ভারতের উপকূলীয় সমভূমির বর্ণনা দাও?
6. ভারতের হ্রদের গুরুত্ব লেখো?

***বিভাগ খ****
1. কাঁচামাল ভিত্তিক শিল্পের শ্রেণীবিভাগ কর?
2. নগরায়নের প্রধান সমস্যা গুলি কি কি?
3. ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ গুলি লেখ?
4. যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গুলি লেখ কি কি?
5. বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল এর মধ্যে পার্থক্য লেখ?

*** রচনাধর্মী প্রশ্ন প্রশ্নের মান ৫***
1. ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি আলোচনা করো?
2. উত্তর ভারতের সমভূমির বর্ণনা দাও?
3. উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য আলোচনা কর?
4. ল্যাটেরাইট মৃত্তিকা ও পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?


*** বিভাগ খ***** 
1. ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?
2. ধান, গম, চা চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ গুলি আলোচনা করো?
3. পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা কর?
4. লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা কর?
5. ভারতের বিভিন্ন অঞ্চলের জনঘন ত্বের তারতম্যের কারণ গুলি কি কি?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.