ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পেতে করণীয়
এই সমস্যা থেকে মুক্তি পেতে নিচে দেওয়া পদ্ধতিগুলি আপনারা অনুসরণ করতে পারেন-
- কমলালেবুর খোসা বেটে সারা মুখে মাখা ও আধঘন্টা বাদে আঙ্গুলের ডগা দিয়ে রগড়ে ধুয়ে ফেলা।
- এক চামচ ধনেপাতার রসের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে সারা মুখে মাখলে ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া যায়।
- শসার ও লেবুর রস দিনে তিন চারবার ব্রণের উপর বা দাগের উপর লাগানো।
- মুলতানি মাটিকে বরফ জলে ভিজিয়ে বা ঠান্ডা জলে এক ঘন্টা রেখে ভালোভাবে ফেটিয়ে মুখে লাগালে উপকার হবে।
- আধ চামচ করে আমলকি, হরিতকি ও বেরেলা একসাথে মিশিয়ে উষ্ণ জল দিয়ে খান।
- নিশিন্দা ও বেলপাতার রসের সাথে কর্পূর দিয়ে ব্রণতে লাগানো উচিত।
- ব্রণ শুকিয়ে গর্তের মতো হলে অশথ্ব ছাল গুড়ো পেস্ট করে ক্ষতে লাগান দিনে দুবার।
- মুখে বড় বড় ব্রণ হলে এক চামচ পরিমাণ ঘি ভেজে খাওয়া। কাঁচা দুধ দিয়ে শিমুল কাটা বেটে দিনে দুবার করে ব্রণের ওপর লাগালে বিশেষ উপকার পাওয়া যায়।
এগুলি আপনারা ফলো করতে পারেন আপনার মুখের ব্রণের সমস্যা দূর করার জন্য।
উপরের এই তথ্যগুলি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। এখানে সম্পূর্ণ ভেষজ উপাদান তাই এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।