1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর দাও :
i) ফরাসী বিপ্লবের পূর্বে শতকরা 95 ভাগ রাজস্ব আদায় করা হত
(প্রথম শ্রেণীর কাছ থেকে/দ্বিতীয় শ্রেণীর কাছ থেকে/তৃতীয় শ্রেণীর কাছ থেকে/ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কাছ থেকে)।
ii) টাইলে ছিল
(সম্পত্তিকর/ধর্মকর/লবণকর/বিবাহকর)।
iii) ফ্রান্সকে “ভ্রান্ত অর্থনীতির জাদুঘর” বলেছেন
(ভলতেয়ার/মন্তেস্কু/অ্যাডাম স্মিথ/রুশো)।
iv) ফ্রান্সে জাতীয় সভা একদা মুলতুবি ছিল
(100 বছর /125 বছর / 150 বছর /175 বছর)।
v) রোবস্পিয়ার ছিলেন একজন - (জ্যাকোবিন নেতা/জিরন্ডিস্ট নেতা/রাজতন্ত্রী নেতা/অভিজাততান্ত্রিক নেতা)।
vi) দ্বিতীয় জাষ্টিনিয়ান নামে অভিহিত হন -
(স্ট্যালিন/বিসমার্ক/মেটারনিখ/নেপোলিয়ন)।
vii) নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে -
(70 টি /83 টি/150 টি/300 টি) প্রদেশে বিভক্ত করেন।
viii) পোড়ামাটির নীতি অনুসরণ করেন
(ইংরেজরা/রুশরা/জার্মানরা/পর্তুগিজরা)।
ix) টিলজিটের সন্ধি সাক্ষরিত হয়
(ফ্রান্স ও রাশিয়ার মধ্যে/ফ্রান্স ও ইতালীর মধ্যে/ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে/ স্পেন ও ইংল্যান্ডের মধ্যে)।
x) নেপোলিয়নের মৃত্যু হয় 1821 সালের -
(5 মে /5 জুন/5 এপ্রিল/5 জানুয়ারী)।
2. নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : (যে কোন ছয়টি)
i) ‘আমিই রাষ্ট্র’ – এটি কার উক্তি?
ii) ফরাসী বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল?
iii) “The Rights of woman” কে রচনা করেন?
iv) সন্ত্রাসের রাজত্বকালে মৃত্যুতে সমতা আনার জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম কি?
v) টলেনটিনের সন্ধি কাদের মধ্যে সাক্ষরিত হয়?
vi) কোড নেপোলিয়নে কয়টি ধারা রয়েছে?
vii) কে কাদের “দোকানদারের জাত” বলে বিদ্রুপ করতেন?
viii) কবে, কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় হয়েছিল?
3. অনধিক ৩টি বাক্যে উত্তর দাওঃ (যে কোন চারটি)
i) “লেটার ডি কেশেট” কী?
ii) প্রাক্ বিপ্লব ফ্রান্সে প্রচলিত দুটি প্রত্যক্ষ কর ও দুটি পরোক্ষ করের নাম লেখ।
iii) “ল অফ্ ম্যাক্সিমাম” কি?
iv) লিজিয়ন অফ্ অনার কি?
v) কোড নেপোলিয়ন এর সীমাবদ্ধতা কী কী?
vi) “শত দিবসের রাজত্বকাল” বলতে কী বোঝো?
4. সংক্ষিপ্তে উত্তর দাওঃ (যে কোন দুটি)
i) দৈব রাজতন্ত্রের ধারনা বিবৃত কর।
অথবা, নতুন ফরাসি সংবিধানে সামন্ততন্ত্রের বিলোপ সম্পর্কে কী কী বলা হয়েছে?
ii) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝ?
অথবা, নেপোলিয়নের মস্কো অভিযানের ফলাফল আলোচনা কর।
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
i) ফরাসী বিপ্লবের মনস্তাত্ত্বিক পটভূমি তৈরী করেছিল যে সব দার্শনিকরা তাদের নাম উল্লেখ কর। ফরাসী বিপ্লবে রুশোর ভূমিকা আলোচনা কর।
ii) নেপোলিয়নীয় সাম্রাজ্যের পতনের কারন উল্লেখ কর।